Trending

পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি [১৯ নভেম্বর, ২০২৪ খ্রি.]

পিসিডি (PCD) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়নমূলক সংস্থা। সংস্থাটি ১৯৯৫ সাল থেকে PKSF এবং ব্যাংক-এর অর্থিক সহযোগিতায় উন্নয়নমূলক কর্মসূচি ও ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থার ঋণ কার্যক্রম ও RAISE প্রজেক্টে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে লোকবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে PKSF-এর অর্থায়িত যে কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক। ১-৩ নং পদের সকল প্রার্থীদের দরখাস্ত-এর সাথে বাস্তব অভিজ্ঞতার সনদ সংযুক্ত করা বাধ্যতামূলক। ১-৩ নং পদের প্রার্থীদেরকে ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। ১ ও ৪ নং পদ ব্যতিত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৫ নভেম্বর ২০২৪ খ্রি. এর মধ্যে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তবমোড়, পাবনা-৬৬০০ ঠিকানায় পৌছানোর জন্য বলা হলো। ১নং পদ ব্যতিত শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, ৩টি উৎসব ভাতা, প্রভিডেন্ড ফান্ড, গ্রাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। খামের উপর পদের নম উল্লেখ থাকতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট ও ফেসবুকে পেতে ভিজিট করুন: www.pcdbd.org & fb/pcdpabna.

* * নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হল।

Related Articles

Back to top button