পিকেএসএফ এর সহায়তায় পিসিডি কর্তৃক বাস্তবায়িত “নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” প্রদর্শনীর কিছু স্থিরচিত্র
পিকেএসএফ এর সহায়তায় পিসিডি কর্তৃক বাস্তবায়িত “নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ“ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের অনুদান প্রদানের মাধ্যমে পাবনা সদর ও আটঘরিয়া উপজেলায় বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করছে। (প্রদর্শনীর কিছু স্থিরচিত্র)