22.05.2022 তারিখে MRA -এর কর্মকর্তাগণ পিসিডি’র দাশুরিয়া শাখা পরিদর্শন
22.05.2022 ইং তারিখে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এম আরএ)-এর কর্মকর্তাগণ পিসিডি’র প্রধান কার্যালয়সহ দাশুরিয়া শাখা পরিদর্শন করেন এবং দাশুরিয়া শাখার সদস্য ও উদ্যোক্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন । এমআরএ-এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল হক, উপ-পরিচালক, জনাব মোঃ ইমরান হোসেন, সহকারি পরিচালক এবং জনাব চন্দন চন্দ্র কর্মকার, অফিস সহকারি কাম ডাটা এন্ট্রি অপারেটর। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংস্থার পরিচালক জনাব মোঃ রবিউল করিম, উপ-পরিচালক, জনাব এস এম জাহাঙ্গীর আলম, এবং উপ-পরিচালক ( অর্থ ও প্রশাসন), জনাব মোঃ শামসুল ইসলাম।