পিসিডি কর্তৃক 3,96,000/- টাকা শিক্ষা বৃত্তি চেক প্রদান-২০২২ অনুষ্ঠিত
পিসিডি কর্তৃক 3,96,000/- টাকা শিক্ষা বৃত্তি চেক প্রদান-২০২২ অনুষ্ঠিত
অদ্য ০৬/০৭/২০২২ ইং তারিখে পিসিডি কর্তৃক পাবনা জেলার চাটমোহর উপজেলা ও ভাঙ্গুড়া উপজেলায়, পরিষদ চেয়ারম্যান ও ভাঙ্গুড়া মেয়র-এর কক্ষে পিকেএসএফ-এর কর্মসূচি সহায়ক তহবিল এর আওতায় শিক্ষা বৃত্তি চেক প্রদান-২০২২ অনুষ্ঠিত হয়। খ্রিঃ২০২০ সালে অনুষ্ঠিত মাধ্যমিক/সমমান পরিক্ষায় উত্তীর্ণ ও অধ্যয়নরত দরিদ্র-মেধাবী সর্বমোট 33 জনকে 12,000/- টাকা করে মোট 3,96,000/- টাকা শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয় দফায় শিক্ষা বৃত্তি চেক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি- পাবনা-৩, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার,চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চাটমোহর পাবনা, জনাব গোলাম হাসনাইন রাসেল, মেয়র, ভাঙ্গুড়া পৌরসভা, পাবনা। জনাব মোঃসৈকত ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, চাটমোহর পাবনা,জনাব মোঃ শফিকুল আলম প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, পিসিডি পাবনা,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ইসহাক আলী মানিক, জনাব মোছাঃ ফিরোজা পারভীন,এছাড়া কৃষি, সমাজসেবা,থানা ইনচার্জ,প্রেস ক্লাবের সাংবাদিকগন, শিক্ষার্থী ও তাদের মা-বাবা এবং সুধীজন উপস্থিত ছিলেন।