সাংস্কৃতিক ও ক্রীড়া এবং আদর্শ পুষ্টি রান্না শিখার অনুষ্ঠান অনুষ্ঠিত
গত ১৩/০৫/২০২২ ইং তারিখে পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর স্কুলপাড়া উজ্জিবীত কিশোরী ও কিশোর ক্লাবের আয়োজনে এবং পিসিডি ও পিকেএসএফের যৌথ বাস্তবায়নে কিশোর/কিশোরীদের শারিরীক ও মানসিক গঠনে এবং দেশ ও জাতি গঠনে, নেশা জাতীয় দ্রব্য ব্যবহার থেকে সরে আসার জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া এবং আদর্শ পুষ্টি রান্না শিখার অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল গনি ও সুমনা সুলতানা, পিসিডি,পাবনা।