নির্বাহী পরিচালক কর্তৃক সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (SEP Project) পরিদর্শন

 

গত 21/11/2020 ইং তারিখে পিসিডি কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট-এর আওতায় ভাড়ারা ইউনিয়নের খাচচরে নিরাপদ গুড় প্রক্রিয়াজাতকরণ এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নিরাপদ ও পুষ্টিকর গুড় তৈরি করা এবং বাজারজাতকরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ জনাব মোঃ জাহিদুল ইসলাম, উদ্যোক্তা এবং চীফ অপারেটিং অফিসার, কোলে ক্যাপড়া। নিরাপদ গুড়ের প্লান্ট পরিদর্শন করেন জনাব মোঃ শফিকুল আলম, নির্বাহী পরিচালক, পিসিডি, পাবনা এবং সংস্থার সহকারি পরিচালক জনাব এস এম জাহাঙ্গীর আলমসহ আরও অনেক কর্মকর্তা প্লান্ট পরিদর্শন করেন। প্লান্ট পরিদর্শন ছাড়াও আখক্ষেত (আখ চাষের জমি), ইকো-টুরিজম-এর আউটলেটসহ অনেক কিছু পরিদর্শন করা হয়। ইকো-টুরিজম-এর আউটলেট-এ গুড়ের পিঠা, গুড়ের চা এবং গুড়ের শরবতশহ অনেক কিছূ পাওয়া যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button