পিসিডি এবং সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দর আর্থিক সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ 2023
আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি)-এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দর আর্থিক সহযোগিতায় পিসিডি রেলবাজার অফিস, চাটমোহর, পাবনা হতে গত ১৯ শে এপ্রিল, ২০২৩ খ্রিঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায় ও গরীব জনগনের মাঝে পিসিডি সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দর পক্ষ থেকে প্রায় ১২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ১২০০ পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী, চাল, আলু, সেমাই, চিনি এবং লবন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা জনাব আ.স.ম আব্দুর রহিম পাকন, চেয়ারম্যান জেলা পরিষদ, পাবনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শফিকুল আলম, নির্বাহী পরিচালক, পিসিডি, পাবনা। এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রব মন্টু, সভাপতি, হিউম্যান রাইটস, পাবনা জেলা এবং মোঃ শামসুল ইসলাম, পরিচালক (অর্থ ও প্রশাসন), মোঃ খানজাহান আলী আকাশ, সিনিঃ প্রশাসনিক কর্মকর্তা এবং পিসিডি-র সকল এলাকা ব্যবস্থাপক।